কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবীদ্বার উপজেলা শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে অবস্থিত ফ্রেশ এলপি গ্যাসের ডিলার মোঃ মোশাররফ হোসেনের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় ভোক্তাদের অভিযোগ, মোঃ মোশাররফ হোসেন কালিকাপুর, ফতেহাবাদ বাজার, সুলতানপুর ও এগারগ্রাম বাজারের বিভিন্ন দোকানে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডার প্রতি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে সরবরাহ করছেন। এর ফলে খুচরা দোকানদাররা ওই গ্যাস ভোক্তা পর্যায়ে ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
ফ্রেশ
ভোক্তারা জানান, সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় এভাবে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ায় সাধারণ মানুষ মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন অসংখ্য পরিবার রান্নার জন্য এলপি গ্যাসের ওপর নির্ভরশীল হওয়ায় এই অনিয়ম আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট ডিলার মোঃ মোশাররফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি দুইটি ১২ কেজির গ্যাস সিলিন্ডার প্রতি বোতল ১ হাজার ৭০০ টাকা দরে দিতে রাজি হন বলে জানা যায়। এতে ভোক্তাদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, এভাবে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির মাধ্যমে শতশত গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ডিলার ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন, দ্রুত অভিযান ও মনিটরিং জোরদার না করা হলে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র