দীপা আক্তার, নারায়নগঞ্জ প্রতিনিধি :- নারায়ণগঞ্জ সোনারগাঁও শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক মো,সোহেল মিয়া-র হত্যাকান্ডের ঘটনার চার দিন পরে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ মোস্তফা কামাল রাশেদ বিপিএম এক প্রেস ব্রিফিং এই তত্ত্ব নিশ্চিত করেছেন বলে জানা যায়। গ্রেফতারকৃতদের দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে
আসামি দেওয়া তত্ত্বের ভিত্তিতে ছিনতাই করা অটোরিকশাটি রুপগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে, আরো জানা যায় নিহত সোহেল শারীরিক প্রতিবন্ধী ছিলেন, নিহত সোহেল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার দুপুরে ২/৩০ মিনিট এ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন, এর পরে নিহত সোহেল অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরে আসেন নি,বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গা খোঁজা খোঁজি করেন।তার সঙ্গে থাকা ফোন নাম্বার ও বন্ধ পাওয়া যায়, পরের দিন মঙ্গলবার সকালে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়ন মুছারচর এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা গেলে এলাকাবাসির তত্ত্ব নিশ্চিত করে নিহত সোহেল পরিবার। ঘটনাস্থলে গিয়ে তাঁরা নিহত সোহেল লাশ সনাক্ত করে পরিবার। লাশের নাক,মুখ ও হাত স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
এ ঘটনায় নিহতের ভাই মো,মহসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করেন পরে মামলাটি নারায়ণগঞ্জ পিবিআই অতি আগ্রহী গ্রহণ করে তদন্ত শুরু করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র