প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
সেই সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি-এসপিকে ‘ফোনে হুমকি’
অনলাইন ডেস্ক :- দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওতে থাকা অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিওতে বলতে শোনা যায়, ‘এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস...।’ ওই কল রিসিভ করা পুলিশ সুপারকে কিছু বলার সুযোগই দেওয়া হয়নি। একটানা অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহারের পাশাপাশি আরও বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি.... তুই অ্যারেস্ট করায় দিসছ... তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে....।’
ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র নিশ্চিত করেছে। এ ছাড়া ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকি ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। একইভাবে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাই হোক, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এসব কল করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ দিকে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক শেখ তন্ময়ের একটি বক্তব্যও ফেসবুকে প্রচারিত হচ্ছে। সেখানে তিনি পুরো বিষয়টিকে অমানবিক বলে দাবি করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র