শহিদুল, নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকায় অবস্থিত আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ২০২৬।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় নওগাঁর উপ-পরিচালক মোঃ নূর মোহাম্মদ, সহকারী কমিশনার প্রশান্ত কুমার, এনডিসি শাহ মোহাম্মদ রাশেদ এবং সহকারী কমিশনার উম্মে সালমা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওছিম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পিঠা উৎসবে শতাধিক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র