
স্টাফ রিপোর্টার :- ব্রহ্মপুত্র নদ পরিদর্শনের মধ্য দিয়ে সরকারি তালিকাভুক্ত ১৪১৫টি নদ-নদী পর্যবেক্ষণ কাজ সূচনাকারী নোঙর ট্রাস্ট দেশের নদীসম্পদ ও অববাহিকার কৃষি রক্ষায় স্বতন্ত্র ‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দু’টি মোটরবোটযোগে নোঙর ট্রাস্টের কর্মকর্তারা স্থানীয় সরকারি, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে নিয়ে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদীচী ঘাট থেকে শুরু করে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের তীর পর্যন্ত এ পরিদর্শন পরিচালনা করে।
পরিদর্শন শেষে নগরীর ব্যাট-বল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নোঙর চেয়ারম্যান সুমন শামস বলেন, দেশে নদ-নদী রক্ষায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংস্থা কাজ করলেও কোনো সুনির্দিষ্ট অভিভাবক নেই। জনগণের অর্থ অপচয় ও সমন্বয়হীনতা রোধ এবং ব্রহ্মপুত্র নদসহ দেশের নদ-নদীগুলোর বিশাল মৎস্যসম্পদ, জলজীবন ও বিস্তীর্ণ অববাহিকার কৃষি রক্ষায় স্বতন্ত্র ‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠন আজ সময়ের দাবি।
তিনি জানান, দুই দশকব্যাপী নদী ও পরিবেশ রক্ষায় নিবেদিত ‘নোঙর’ ব্রহ্মপুত্র নদ পরিদর্শনের মধ্য দিয়ে সরকারি তালিকাভুক্ত ১৪১৫টি নদ-নদী পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং নৌপরিবহন মন্ত্রণালয় দু’টিতে প্রতিবেদন প্রদানের কাজ শুরু করল। ব্রহ্মপুত্রকে মৃতপ্রায় দশা থেকে মুক্ত করতে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে এসময় ময়মনসিংহবাসী, জেলা প্রশাসন, কৃষি বিশ্ববিদ্যালয়, বিআইডব্লিউটিএ, গণযোগাযোগ অধিদপ্তর, নাসিরাবাদ কলেজসহ সংশ্লিষ্ট সকল সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানান সুমন শামস।
সভায় বাকৃবি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এক কালের প্রমত্ত ব্রহ্মপুত্র আজ মৃতপ্রায়। নোঙরের পরিদর্শন ময়মনসিংহের মানুষকে এ নদ রক্ষায় এগিয়ে আসতে উজ্জীবিত করেছে। কৃষি বিশ্ববিদ্যালয় নোঙরের দেশব্যাপী নদ-নদী পরিদর্শনে সহায়ক ভূমিকা পালন করবে।
ব্রহ্মপুত্র রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে সভায় আরও বক্তৃতা দেন বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহবায়ক মিহির বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পরিবেশ সম্পাদক ইবনুল সাঈদ রানা, নোঙর ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবদুর রাহিম প্রমুখ।



