
অনলাইন ডেস্ক :- নরসিংদীর মাধবদীতে অবকাশযাপন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’র সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন, এদের মধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পিকনিক শেষে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে এক সাংবাদিক বলেন, তাদের হাতে রড ছিল, বাসে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। মদ্যপ অবস্থায় যা-তা ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়।


