নিজস্ব প্রতিবেদক :- কুমিল্লায় এক স্থানীয় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ”কে ভুয়া ওয়ারেন্টের নোটিশ পাঠিয়ে হয়রানী অভিযোগ উঠেছে, কুমিল্লা শহরের শীর্ষ সন্ত্রাসী স্যার গ্রুপের বিরুদ্ধে। উল্লেখিত গ্রুপে বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা সহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। কুমিল্লা নগরীরে স্যার গ্রুপের রয়েছে সন্ত্রাসী, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, নারী প্রতারণ সহ বিভিন্ন রকমে জাল জালিয়াতির মত কর্মকাণ্ড করে যাচ্ছে বলে চুক্তিতে একাধিক অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায় যে, ফ্যাসিস্ট আমলের ২০১৭ সাল থেকে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ ও তার পরিবার”সহ বাড়িতে স্যার গ্রুপ বিভিন্ন সময়ে হত্যার উদ্দেশ্যে একাধীবার হামলা চালিয়ে ভাঙচুর করে। একাধীক হামলার পর সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দু’টি মামলা দায়ের করলে, পুলিশ স্যার গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। বাকিরা রয়ে যায় ধরা ছোঁয়ার বাহিরে।
দুঃখ জনক হলেও সত্য, গত ১৭ জানুয়ারী ২০২৬ইং তারিখ রাতে পেশাগত কাজে ফৌদারীর দিকে যাওয়ার পথে, আদালতের পূর্ব পাশে আগ থেকে উৎ পেতে থাকা স্যার গ্রুপের ০৪ সদস্য হেলমেট পরিহিত অবস্থায় পথ রোধ করে মদুদ আব্দুলাহ উপর হামলা চালিয়ে জোর পূর্ব (Oppo-F21 Pro) মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। স্যার গ্রুপের উদ্দেশ্য ছিলো বিভিন্ন সময়ে মওদুদ আব্দুল্লাহ সহ পরিবারের উপরে হামলার অসংখ্য ডকুমেন্স ছিনিয়ে নেয়া। মোবাইল ফোনে স্যার গ্রুপের নারী সদস্য সহ সকল সন্ত্রাসীদের ডকুমেন্স ছিলো বলে জানান ঐ সাংবাদিক। উক্ত বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
গত ২০ জানুয়ারী ২০২৬ইং তারিখ সকালে আদালত সংলগ্ন ইসলামপুর রোডে স্যার গ্রুপ সকল অপ-চেষ্টায় ব্যর্থ হয়ে হয়রানী করতে চট্টগ্রাম আদালতের রেফারেন্স দিয়ে, ভুয়া প্রশাসনের কর্মকর্তা মাসুদ পরিচয়ে, একটি ভুয়া মামলার ওয়ারেন্ট দেখিয়ে মূল্যবান জামানত সৃষ্টির জন্য সাদা কাগজে সাক্ষর নেয় উক্ত চক্র”টি। মওদুদ আব্দুল্লাহ জানান, ভুয়া প্রশাসনের কর্মকর্তা পরিচয় দান কারী ভুয়া মামলাটি সাজার ওয়ারেন্ট হয়ে গেছে। উক্ত মামলাটি তারা শেষ করে দেবেন আদালতকে ম্যানেস করে বলে দুই লক্ষ টাকা দাবি করে। উক্ত বিষয়ে কোতোয়ালী থানা সহ চট্টগ্রাম আদালতে খোঁজ নিয়ে জানা গেছে এ ধরনের মামলার কোন অস্থিত্ব নেই। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র