শিরোনাম
চৌদ্দগ্রামে অবৈধভাবে নদীর মাটি কাটার অভিযোগ, ফসল ও সেচ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বলছে ইসি আল্লাহ চাইলে ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো: তারেক রহমান নারায়ণগঞ্জ রুপগন্জ যুবদলের কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত আদালত চত্বরে হুমকি ও হামলার অভিযোগ! জমি বিরোধে নতুন মোড়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার বুড়িচং লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল রংপুরের ৫ দিন ব্যাপী সবুজ উদ্যোক্তা বিষয়ক বুট ক্যাম্প ২০২৬-অনুষ্ঠিত দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতাকে বৈষম্য বিরোধী মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রংপুরের ৫ দিন ব্যাপী সবুজ উদ্যোক্তা বিষয়ক বুট ক্যাম্প ২০২৬-অনুষ্ঠিত

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :-  ডেমক্রেসিওয়াচ এবং SERAC-Bangladesh-এর যৌথ উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল-এর অর্থায়নে গত ২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রংপুর ব্র্যাক লার্নিং সেন্টারে মনোরম পরিবেশে সফলভাবে আয়োজন করা হয় Green Entrepreneurship Boot Camp 2026। ৫ দিনব্যাপী এই বুটক্যাম্পটি Youth Connect;Youth Green Entrepreneurship Development Project–এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। বুটক্যাম্পে রংপুর বিভাগের রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন তরুণ সবুজ উদ্যোক্তা ১৫টি সবুজ উদ্যোগ নিয়ে অংশগ্রহণ করেন।

আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল তরুণ উদ্যোক্তাদের মধ্যে সবুজ ব্যবসার মৌলিক ও ব্যবহারিক ধারণা তৈরি, আত্মপর্যালোচনার সুযোগ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে ভবিষ্যতে আরও টেকসই, দায়িত্বশীল ও প্রভাবশালী করে গড়ে তুলতে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা। অংশগ্রহণকারী ১৫টি সবুজ দল বা তাদের উদ্ভাবনী পণ্য ও সেবাসমূহ প্রদর্শনী ও উপস্থাপন করেন। কিভাবে তাদের উদ্যোগগুলো প্রান ও প্রকৃতির পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে টেকসই ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণের সেশনগুলোতে সবুজ উদ্যোক্তা ও সবুজ প্রতিষ্ঠানের মৌলিক ধারণা, ট্রিপল বটম লাইন (গ্রহ, মানুষ, লাভ), ইএসজি ফ্রেমওয়ার্ক, প্লানেটারি বাউন্ডারিজ, সোনালী বৃত্ত, গভীর শ্রবণ, সবুজ গ্রাহক আচরণ, সবুজ ব্র্যান্ডিং ও গল্প বলা, ৪পি- মার্কেটিং মিক্স, সবুজ পণ্য বিপণন পরিকল্পনা, ১৪টি গ্রিন বিজনেস ক্যানভাস, আর্থিক পরিকল্পনা, বাজেটিং, ব্রেক-ইভেন অ্যানালাইসিস, প্রভাব-কেন্দ্রিক পিচ ডেক এবং অংশীদারিত্বের রোডম্যাপ–সহ উদ্যোক্তা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

বুটক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ন্যাশনাল সেফগার্ডিং ম্যানেজার আকলিমা আক্তার মিলি, ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তামিম মোস্তফা, ডেমক্রেসিওয়াচ’র নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, ডেমক্রেসিওয়াচ’র ডিরেক্টর প্রোগ্রাম নুর-নবী যুগল। বুটক্যাম্পের ফ্যাসিলিটেটরের ভূমিকায় ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান খান,বৃটিশ কাউন্সিলের কনসালটেন্ট আব্দুল্লাহ জাফর,বৃটিশ কাউন্সিলের কনসালটেন্ট মাহমুদ হাসান, বৃটিশ কাউন্সিলের কনসালটেন্ট আমজাদ হোসাইন।

অতিথিরা বলেন বুটক্যাম্প থেকে অর্জিত জ্ঞান ও দিকনির্দেশনা সঠিকভাবে কাজে লাগাতে পারলে অংশগ্রহণকারীরা তাদের সবুজ ব্যবসার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। অতিথিরা আরো বলেন, বুটক্যাম্প একটি সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম, যেখানে অংশগ্রহণকারীরা নতুন নতুন ধারণা সম্পর্কে জানতে পারবেন এবং একই সঙ্গে নিজেদের ব্যবসায়িক উদ্যোগকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার সুযোগ পাবেন।

সব মিলিয়ে,সবুজ উদ্যোক্তা বুট ক্যাম্প ২০২৬- তরুণ সবুজ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ৫ দিনব্যাপী এই বুটক্যাম্পটি সাটিফিকেট প্রদানের মাধ্যমে (আজ ৩১ জানুয়ারি) শনিবার সকালে শেষ হয়।

Leave a Reply