প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি :- পাবনার ভাঙ্গুড়ায় পারবর্তী রাণী (৬৪) নামে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আজ শনিবার বিকাল ৪ টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট নামক স্থান থেকে ওই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিং এর স্ত্রী।
জানা যায়, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে শনিবার তিনটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধ নারীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই বৃদ্ধ নারীর পরিচয় সনাক্ত করে পরিবার কে খবর দেন। সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধ নারী মারা যেতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র