
অনলাইন ডেস্ক :- ধামরাইয়ে সুদের টাকার চাপে পড়ে চিরকুট লেখে সুমন রাজ বংশী অপু নামে এক যুবককের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে। লাশ উদ্ধারের পর তার কোমড়ে পাওয়া যায় ৪ পৃষ্ঠার চিরকুট।
নিহত সুমন রাজবংশী অপু (৩৬) উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা গ্রামের মাঝি পাড়া এলাকার মৃত আনন্দ রাজবংশীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় জাহাঙ্গীর আলমের কাছ থেকে সুদে টাকা নেন অপু। গতকাল রাতে সুদের টাকা জন্য মুঠোফোন চাপ দেয় জাহাঙ্গীর। সেই চাপ সহ্য করতে না পেরে সকালে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, জাহাঙ্গীর টাকার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়াসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত।
আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিছুই করতে পারলাম না। অথচ সেই মানুষের কারণেই আজ আমাকে আত্মহত্যা করতে হল। আমি ছোট কাল থেকেই মানুষ হয়ে উঠতে পারি নাই, ফুলমালা আমি তোমাকে অনেক ভালবাসতাম। আই তোমাকে আমি অনেক শাসন করেছি। তোমাকে অনেক মারধর করেছি। তুমি আমাকে মাফ করে দিও, আমার ছেলে মেয়ে কে তুমি দেখো পাপড়িকে মারধর করিও না ওকে বুঝিয়ে বললে ও বুঝবে। অর্পণ, পাপড়ি ভাল মন লেখা পড়া করিও তোমরা মায়ের কথা মন দিয়ে শুনিও আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না।
তিনি আরও লিখেছেন, আমার মৃত্যুর জন্য একমাত্র জাহাঙ্গীর দায়ী ও আমাকে টাকার লোভ দেখিয়ে সুদের সুদ চক্রবর্তী সুদে আমার ধান ক্ষেত ও রাস্তার জমি লিখে নিয়েছে। কোন সাক্ষী প্রমাণ ছাড়া এখন আমার বাড়ি ও (জাহাঙ্গীর) লিখে নিতে চায়, আমার বাড়ির দলিল ও আইডি কার্ড জব্দ করেছে। আমাকে টাকা পয়সা দেয়নি। আমার মৃত্যুর জন্য জন্য একমাত্র জাহাঙ্গীর দায়ী। আমি ওর কঠিন বিচার চাই, আমার জীবনটা ও ধ্বংস করে দিয়েছে।


