শিরোনাম
লন্ডনে ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না- ঠাকুরগাঁওয়ে ডাকসু’র ভিপি- সাদিক কায়েম ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন: সালাহউদ্দিন আহমদ নির্বাচিত সরকার না থাকায় দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে: আমীর খসরু সামনের নির্বাচন দেশের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শাহাপুর দরবার শরীফে মনিরুল হক চৌধুরী  পাবনার চাটমোহরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

পাবনায় ভুয়া সেনা সদস্য আটক

Chif Editor

স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম:- পাবনা কাশিনাথপুর বাজারে প্রতারণা করার সময় স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ভুয়া এক সেনা সদস্যকে আটক করেছেন আমিনপুর থানা পুলিশ।

গতকাল রাত আনুমানিক ১০ঃ৩০টার দিকে পাবনা আমিনপুর থানাধীন ভাটিকয়া গ্রামের বাদশা নামের এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে নগদ ২লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সময় শাকিল নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।

এসময় আটককৃত ভুয়া সেনা সদস্য শাকিলের কাছ থেকে নগদ ২৯ লক্ষ টাকা একটি মোটরসাইকেল একটি ভুয়া আইডি কার্ড এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান উক্ত বিষয়টি মুঠোফোনে সেনাবাহিনীর উর্দতন কর্মকর্তাদের অবগত করলে তারা জানান, শাকিলকে অনেক আগেই চাকরিচ্যুত করা হয়েছে। তার কাছে থাকা সেনাবাহিনীর সকল কিছুই ডুপ্লিকেট। আপনারা আপনাদের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নিতে পারেন।

পরে ভুক্তভোগীর এক লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রজু করে ভুয়া সেনা সদস্যকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply