শিরোনাম
বুড়িচং ফকির বাজার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মির্জা ফখরুলের প্রচারণা শুরু ‘ঋণগ্রস্ত’ প্রার্থীর শীর্ষে বিএনপি, পঞ্চমে জামায়াত, ৪৮ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা ৩৩ যাত্রী নিয়ে সড়কের পাশে উল্টে পড়লো বাস এবার আপিলে যাচ্ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান নির্বাচন করতে পারছেন না কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ফখরুল নির্বাচনী লড়াইয়ের নতুন ময়দান-টিকটক, ফেসবুক ও ইউটিউবে এগিয়ে কে?

সাংবাদিকদের রক্ষায় কোথায়ও কেউ নেই….

Chif Editor

নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী চেয়ারম্যান বাবুর দুর্বৃত্ত বাহিনী বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে এলোপাতারী পিটিয়ে, ইট দিয়ে থেতলে ও কুপিয়ে হত্যা করেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় এ নির্মমতার ঘটনা ঘটে।

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন পেশাদার অপরাধী অংশ নেয়।
হামলায় গুরুতর আহত সাংবাদিক নাদিমকে স্থানীয় লোকজন মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি ঘটলে রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার করুণ মৃত্যু ঘটে। ওসি সোহেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে চার জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান‌ মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। স্ত্রীর মর্যাদার পেতে সংবাদ সম্মেলন করেন তিনি। ওই সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের ঘটনার জেরে গোলাম রব্বানী নাদিমসহ কয়েকজন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইউপি চেয়ারম্যান।

ওই মামলা গতকাল বুধবার ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করার পরই রাতে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। কী নির্মম, কী নৃশংসতা! আসলে সাংবাদিকদের পাশে, সাংবাদিকদের রক্ষায় কোথায়ও কেউ নেই…..সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার কার্যকর ও চট্রগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের নামে আইসিটি আইনে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনের নেতারা।

Leave a Reply