শিরোনাম
আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার পল্লবীর বিএনপি নেতা মামুন ছুরিকাঘাতে ছাত্রশিবিরের নেতা শাওন মাহমুদ আশিক আহত  ভূজপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক নির্বাচনের আগে তিন আসনে বিশেষ বরাদ্দ নিয়ে যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহামুদ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা, আহত – ০২ সংসারের দায়িত্ব সামলাতে না পেরে নিখোঁজ;ব্রিজের নিচে মিলল লাশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে মিঠামইন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনিয়মের অভিযোগে অপসারণ দাবি রাণীশংকৈলে ৩০ বছরের ক্রয় করা জমি দখলের অভিযোগ, ভূক্তভোগী পরিবার আতংকে

সাংবাদিকদের রক্ষায় কোথায়ও কেউ নেই….

mdfaysalhawlader

নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী চেয়ারম্যান বাবুর দুর্বৃত্ত বাহিনী বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে এলোপাতারী পিটিয়ে, ইট দিয়ে থেতলে ও কুপিয়ে হত্যা করেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় এ নির্মমতার ঘটনা ঘটে।

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন পেশাদার অপরাধী অংশ নেয়।
হামলায় গুরুতর আহত সাংবাদিক নাদিমকে স্থানীয় লোকজন মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি ঘটলে রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার করুণ মৃত্যু ঘটে। ওসি সোহেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে চার জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান‌ মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। স্ত্রীর মর্যাদার পেতে সংবাদ সম্মেলন করেন তিনি। ওই সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের ঘটনার জেরে গোলাম রব্বানী নাদিমসহ কয়েকজন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইউপি চেয়ারম্যান।

ওই মামলা গতকাল বুধবার ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করার পরই রাতে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। কী নির্মম, কী নৃশংসতা! আসলে সাংবাদিকদের পাশে, সাংবাদিকদের রক্ষায় কোথায়ও কেউ নেই…..সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার কার্যকর ও চট্রগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের নামে আইসিটি আইনে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনের নেতারা।

Leave a Reply