শিরোনাম
পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জের সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

mdfaysalhawlader

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিকরা। ১৮ জুন বিকাল ৫ টায় বরিশাল বরগুনা মহাসড়কে বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি এসএম পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা রাখেন, দৈনিক মহাকালের সম্পাদক আহমেদ কাওসার ক্ষৌণিশ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সভাপতি জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা জিয়াউল হক আকন, আনন্দ টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি বায়জিদ বাপ্পি, দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধি অরুন দাস, দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি মাসুদ সিকদার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি নওরেজ হীরা,

বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর পৈচাশিক হামলা চালিয়ে হত্যা হয়। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করছে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। আমরা পরিকল্পিত এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জোমাদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুয়েল তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান, আলোকিত বরিশালের প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, দৈনিক বরিশাল বার্তার প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক দক্ষিণ বঙ্গের নির্বাহী সম্পাদক মাহফুজ খান, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শামীম আহমেদ, সময় এক্সপ্রেস নিউজের বাকেরগঞ্জ প্রতিনিধি মোনায়েম খান খোকন, দৈনিক তারুণ্যের বার্তার প্রতিনিধি আবুল বাশার, দৈনিক দেশজনপদ পত্রিকার প্রতিনিধি বশির আহমেদ, দৈনিক মুক্ত সংবাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বানীর প্রতিনিধি কামাল মৃধা, দৈনিক মাতৃজগদের প্রতিনিধি জহিরুল হক, দৈনিক ঢাকার কণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. সানি, অনুসন্ধান নিউজের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মোর্শেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিং পত্রিকার প্রনিনিধি জাহিদুল ইসলাম, সাংবাদিক রবিউল, সাংবাদিক তানিয়া, সাংবাদিক মনিরুল হক, সাংবাদিক জাকির প্রমুখ।

Leave a Reply