শিরোনাম
সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ের সেই ধর্ষক আওয়ামী চেয়ারম্যান অখিল চন্দ্রকে পুনর্বহালের জন্য পাঁচ লাখের খেলা তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন তেকসাস’র নবীন সদস্যদের ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে প্রতি মাসে কোটি টাকার ময়লা বাণিজ্য’র অভিযোগ কুমিল্লায় বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জের সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

mdfaysalhawlader

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিকরা। ১৮ জুন বিকাল ৫ টায় বরিশাল বরগুনা মহাসড়কে বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি এসএম পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা রাখেন, দৈনিক মহাকালের সম্পাদক আহমেদ কাওসার ক্ষৌণিশ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সভাপতি জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা জিয়াউল হক আকন, আনন্দ টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি বায়জিদ বাপ্পি, দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধি অরুন দাস, দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি মাসুদ সিকদার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি নওরেজ হীরা,

বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর পৈচাশিক হামলা চালিয়ে হত্যা হয়। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করছে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। আমরা পরিকল্পিত এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জোমাদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুয়েল তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান, আলোকিত বরিশালের প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, দৈনিক বরিশাল বার্তার প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক দক্ষিণ বঙ্গের নির্বাহী সম্পাদক মাহফুজ খান, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শামীম আহমেদ, সময় এক্সপ্রেস নিউজের বাকেরগঞ্জ প্রতিনিধি মোনায়েম খান খোকন, দৈনিক তারুণ্যের বার্তার প্রতিনিধি আবুল বাশার, দৈনিক দেশজনপদ পত্রিকার প্রতিনিধি বশির আহমেদ, দৈনিক মুক্ত সংবাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বানীর প্রতিনিধি কামাল মৃধা, দৈনিক মাতৃজগদের প্রতিনিধি জহিরুল হক, দৈনিক ঢাকার কণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. সানি, অনুসন্ধান নিউজের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মোর্শেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিং পত্রিকার প্রনিনিধি জাহিদুল ইসলাম, সাংবাদিক রবিউল, সাংবাদিক তানিয়া, সাংবাদিক মনিরুল হক, সাংবাদিক জাকির প্রমুখ।

Leave a Reply