শিরোনাম
খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর দূর্ণীতির মহারাজা প্রকৌশলী অজয় রংপুর প্রেসক্লাব উম্মুক্তকরণ কার্যক্রমে ডিসির কোন সম্পর্ক নেই দৈনিক বায়ান্নোর আলো’র সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রেসক্লাবের ১০৫ সাংবাদিকের বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল প্রসাধনী ব্যবসায়ীর জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা নভেম্বর আসছে মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মন যে বোঝে না’

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জের সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

mdfaysalhawlader

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিকরা। ১৮ জুন বিকাল ৫ টায় বরিশাল বরগুনা মহাসড়কে বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি এসএম পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা রাখেন, দৈনিক মহাকালের সম্পাদক আহমেদ কাওসার ক্ষৌণিশ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সভাপতি জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা জিয়াউল হক আকন, আনন্দ টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি বায়জিদ বাপ্পি, দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধি অরুন দাস, দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি মাসুদ সিকদার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি নওরেজ হীরা,

বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর পৈচাশিক হামলা চালিয়ে হত্যা হয়। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করছে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। আমরা পরিকল্পিত এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জোমাদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুয়েল তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান, আলোকিত বরিশালের প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, দৈনিক বরিশাল বার্তার প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক দক্ষিণ বঙ্গের নির্বাহী সম্পাদক মাহফুজ খান, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শামীম আহমেদ, সময় এক্সপ্রেস নিউজের বাকেরগঞ্জ প্রতিনিধি মোনায়েম খান খোকন, দৈনিক তারুণ্যের বার্তার প্রতিনিধি আবুল বাশার, দৈনিক দেশজনপদ পত্রিকার প্রতিনিধি বশির আহমেদ, দৈনিক মুক্ত সংবাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বানীর প্রতিনিধি কামাল মৃধা, দৈনিক মাতৃজগদের প্রতিনিধি জহিরুল হক, দৈনিক ঢাকার কণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. সানি, অনুসন্ধান নিউজের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মোর্শেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিং পত্রিকার প্রনিনিধি জাহিদুল ইসলাম, সাংবাদিক রবিউল, সাংবাদিক তানিয়া, সাংবাদিক মনিরুল হক, সাংবাদিক জাকির প্রমুখ।

Leave a Reply