শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা পঞ্চগড়ের বোদায় ইমাম নিয়ে বিরোধ, হাতাহাতিতে আহত কয়েকজন আওয়ামী আনুগত্যকারীদের প্রশাসন থেকে সরাতে হবে, প্রধান উপদেষ্টাকে বিএনপি: মির্জা ফখরুল রাজধানীর মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টায় গ্রেপ্তার ০৮ ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন রংপুরে জাতীয় দৈনিক ‘ঢাকা পত্রিকা’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬ বুড়িচং মোকাম ইউনিয়ন জাসাস এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিতর্কিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নগরীর কান্দিরপাড়ে প্রকাশ্যে খুন!

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লার কান্দির পাড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে এক যুবককে খুন করা হয়েছে। নিহত ইজাজ নামে ওই যুবকের বাড়ি সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের মনিপুর গাবতলী এলাকায়, তার পিতার নাম সিরাজুল ইসলাম।

রোববার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে তাকে দুর্বৃত্তরা দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশংকা জনক অবস্থায় ইজাজকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, কান্দির পাড়ে একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে টাকার ভাগাভাগি নিয়ে কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারের নিচে চার পাঁচজন যুবকের সাথে ইজাজের ঝগড়া হয়। সেখান থেকেই কেউ তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। শুনেছি, সে ঢাকায় থাকে।

কান্দিরপাড় এলাকার আনন্দ সিটি সেন্টারের সামনের কয়েকজন হকার ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, কিছুটা পূর্ব দিক থেকে আহত অবস্থায় দৌড়ে এসে ইজাজ আনন্দ সিটি সেন্টারের সামনে লুটিয়ে পড়ে। সেখান থেকে লোকজন তাকে ধরে হাসপাতালের দিকে নিয়ে যায়। সে সময় তার দুই পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজ নামে আহত ব্যক্তির দুই পায়ের হাটুর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply