শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা পঞ্চগড়ের বোদায় ইমাম নিয়ে বিরোধ, হাতাহাতিতে আহত কয়েকজন আওয়ামী আনুগত্যকারীদের প্রশাসন থেকে সরাতে হবে, প্রধান উপদেষ্টাকে বিএনপি: মির্জা ফখরুল রাজধানীর মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টায় গ্রেপ্তার ০৮ ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন রংপুরে জাতীয় দৈনিক ‘ঢাকা পত্রিকা’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬ বুড়িচং মোকাম ইউনিয়ন জাসাস এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিতর্কিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী কে জবাই করে হত্যা

mdfaysalhawlader

ইমরান হোসেন রুবেল (সাভার) ঢাকা: স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে দিনের পর দিন পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক, এক পর্যায়ে বিষয়টি জেনে যাওয়ায় বাধা দেন স্বামী। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। সর্বশেষ প্রেমিককে সাথে নিয়ে অসুস্থ স্বামীকে জবাই করে হত্যা।

গত ২৬ জুন ঢাকার সাভারের সাধাপুর এলাকা থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের পর ৩ জুলাই এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। নিহত নুর ইসলাম বেপারী (৫৫) ঢাকার ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের কুঠিরচর গ্রামের নেহাজ উদ্দিনের ছেলে।

সকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গত ২৬ জুলাই সাধাপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ সংলগ্ন একটি বাড়ি থেকে নুর ইসলাম বেপারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এঘটনায় মৃতের ছেলে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তের এক পর্যায়ে সন্দেহ হলে গত ২৮ জুন পুলিশ নিহতের স্ত্রী ইতি বেগম ওরফে রানী (৩৫) এবং তার পরকীয়া প্রেমিক আব্বাস আলী (৫০)কে গ্রেফতার করে। গ্রেফতারের পর নিহতের স্ত্রী ইতিকে ওই দিনই আদালতে পাঠানো হলে সে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।

অপরদিকে আব্বাস আলীকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার হলে সেও ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল ২ জুলাই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পুলিশ আরও জানায়, পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ছুরি উদ্ধার করা হয়।

Leave a Reply