টাঙ্গাইল প্রতিনিধি: যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সেবা সংস্থা আর্ন এন্ড লিভ‘র উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে হতদরিদ্র সাধারণ মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৭ জুন বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক দিক নির্দেশনায় ও সংস্থার মির্জাপুর শাখার প্রতিনিধি সোয়াইব ইসলাম অন্তরের পরিচালনায় ঈদ উপহার সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌছে দেওয় হয়। এসময় অত্র শাখার সদস্য সিয়াম, নিরব, ইসমাইল, আসিফ, শাকিল, রাকিব, রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি, পিয়াজ, লবন, আটা, সেমাই, আলু ইত্যাদি। ঈদ উপহার অনুদান পেয়ে হতদরিদ্র পরিবারগুলো আর্ন এন্ড লিভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অনেক পরিবারের অসহায় নারী উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এব্যাপারে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা অসহায় হতদরিদ্র জনগনের মাঝে এভাবে সহায়তামূলক কাজ করে যাবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.