বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে দুই কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (০৩ জুলাই) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর ব্যাপারীপাড়া এলাকা থেকে সিরাজুল ইসলামকে গাজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত. তয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ জানান, সোমবার রাতে সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদপুর ব্যাপারীপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশিকরে খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগে কালো পলিথিন দিয়ে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধারসহ সিরাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সিরাজুলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.