মোঃ বনি আমিন, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার (২১ জুলাই) র্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত' রা হলেন- ওসমান ভূঁইয়া (৩৮), ইয়ামিন মিয়া (১৮) ও আইনের সাথে সংঘাতে জড়িতে শিশু (১৭) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ এবং ৩ টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার চারশত উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারী। এরা গাঁজাসহ অন্যান্য মাদক কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.