শিরোনাম
লন্ডনে ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না- ঠাকুরগাঁওয়ে ডাকসু’র ভিপি- সাদিক কায়েম ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন: সালাহউদ্দিন আহমদ নির্বাচিত সরকার না থাকায় দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে: আমীর খসরু সামনের নির্বাচন দেশের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শাহাপুর দরবার শরীফে মনিরুল হক চৌধুরী  পাবনার চাটমোহরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জে থামছেই না মাদক কারবারিদের দৌরাত্ম্য রাঘব বোয়ালরা ধরাছোয়ার বাইরে

Chif Editor

মোঃ সুজন বেপারী, স্পেশাল ডেস্ক – মুন্সীগঞ্জে থামছেই না মাদক কারবারিদের দৌরাত্ম্য মাদকের রমরমা ব্যবসা হয়ে উঠেছে এজেলায় মাদকের নেশা যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে ভবিষ্যৎ নিয়ে আশস্কা প্রকাশ করেছেন মীরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম ও সাধারণ জনগণ।

আগে তরুন-যুবকরা মাদকে আসক্ত হতো। এখন কিশোর, এমনকি কিশোরীরাও মাদকাসক্তির শিকার হচ্ছে। অতীতে মাদকের তালিকায় প্রধান দ্রব্যটি ছিল গাঁজা। এখন সেই তালিকায় যোগ হয়েছে আরো অনেক নাম।

এতে ছোটখাট মাদক বিক্রেতাদের ধরা হলেও রাঘব বোয়ালরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে সচেতন মহল মনে করছে। তার মধ্যে সবচেয়ে ভয়ংকর মাদকটির নাম সর্বনাশা ইয়াবা। এই ইয়াবা মিরকাদিমের ওলি গলিতে পাওয়া যাচ্ছে। ফোন করলেই মিলছে মাদক।

আর এই মাদক চিকিৎসা বিজ্ঞানীদের মতে, এটি কেউ দীর্ঘদিন ব্যবহার করলে তার মধ্যে মানবিক গুনাবলি বলে কিছু অবশিষ্ট থাকে না। খুন-খারাবি সহ হেন অপকর্ম নেই, যা তারা করতে পারে না। শারীরিকভাবেও এর ক্ষতি ভয়ংকর। অথচ এই ইয়াবা এখন প্রত্যন্ত মীরকাদিমে এখন সহজলভ্য হয়ে গেছে। হাট বসিয়ে কেনা বেচা হলেও তা রোধ করা যাচ্ছে না নিরব ভূমিকায় প্রশাসন।

এ বিষয় র‌্যাব ১০ এর (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন,অপরাধ নিয়ন্ত্রণে আমরা সব সময়ই কাজ করছি। আমাদের নীতি হচ্ছে “যেই হোক, যাই হোক আর যেখানেই হোক” মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply