শিরোনাম
রংপুরের উন্নয়ন ও ভাবনা শীর্ষক আলোচনা “তারুণ্যের চোখে রংপুর” রংপুরে বিএনপি প্রার্থী সামুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ময়মনসিংহে যাত্রা নৃত্যশিল্পী পরিচয়ে রুপার রঙ্গলীলা হয়রানিতে অতিষ্ঠ অর্ধশত পরিবার মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার রাণীশংকৈলে এমকেপির আয়োজনে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত  গাজীপুর-৬ আসন-একাধিক মামলার আসামি ও ওয়ারেন্ট ভুক্ত আসামির ছেলে এমপি পদপ্রার্থী! পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ কুমিল্লায় এমপি বাহার ও মেয়র সূচির ২৯ কর্মী সহ ৪৪ জন গ্রেফতার  ঠাকুরগাঁওয়ের সাতটি থানায় আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের নামে চলছে তুঘলকি কান্ড, টাকা যার আইন তাঁর!

রাঙ্গাবালীতে সরকারি খাল কেটে উন্মুক্ত করলেন ইউপি চেয়ারম্যান

mdfaysalhawlader

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রায় দুই যুগেরও বেশি সমায় ধরে দখল করা খাল উন্মুক্ত করলেন বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন। মঙ্গলবার সকাল এগার টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরমোল্লা গ্রামে দারচিরা নদী সংলগ্ন ঢোষের খাল নামক খালটি কেটে উম্মুক্ত করা হয়। ইউনিয়ন পরিষদ সুত্রে যানা গেছে গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশের জেরে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেক মুহিত এর নির্দেশে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন তার বড়বাইশদিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের গ্রাম পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাফর মৃধা সহ স্থানীয় পানি বন্দি জনগনগনকে সাথে নিয়ে দখল কৃত খাল উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

যানা গেছে দীর্ঘ দীন যাবৎ খালটি দখল করে মাছ চাষ করে আসছিল স্থানীয় একটি মহল এতে বর্ষা আসলেই ফসলি জমিথেকে পানি প্রবাহে বাধাগ্রস্ত হত ফলে কৃষি জমি চাঁষাবাদ ব্যহত হচ্ছিল। পানিতে তলিয়ে ক্ষতি হত ফসলি জমি ও পুকুরের মাছ। এমন অভিযোগের পরিপেক্ষিতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে খালটি কেটে উম্মুক্ত করা হয়। স্থানীয়রা জানান দীর্ঘদিন খালটি দখল থাকায় হয়রানীর শিকার হয়েছেন স্থানীয় জেলে এবং কৃষকরা। অনেক দিন পর খালটি দখল মুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এতে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন অনেকে।

স্থানীয় কৃষক বেল্লাল মোল্লা বলেন টানা বৃষ্টিতে এলাকা তলিয়ে গেছে আমাদের বিজ ঘেরের মাছ চলে গেছে আমরা এলাকাবাসী মিলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট আবেদন করলে তিনি আমাদের সাথে নিয়ে আজকে বাধ কেটে দেয়, এতে আমরা খুশি। একই এলাকার কৃষক জুরান গাজী জানান আমাদের দাবী ছিল যাতে বিলের পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয় আমাদের দাবীর প্রক্ষিতে পরিষদের মেম্বার, চৌকিদার মিলে আমাদের সাথে নিয়ে বাধ কেটে দেয় এতে আমরা অনেক বড় উপকৃত হয়েছি।

স্থানীয় ইউপি সদস্য জাফর মৃধা বলেন ইউএনও স্যার ও চেয়ারম্যান সাহেবের নির্দেশ মোতাবেক জনগণ এবং গ্রাম পুলিশ সাথে নিয়ে খালের বাধ কেটে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন দীর্ঘদিন দখলে থাকা খালটি আজকে উম্মুক্ত বা দখল মুক্ত করা হল এখন থেকে এই এলাকার কৃষকদের জমি আবাদ করতে আর কোন সমস্যা হবে না খালটি উম্মুক্ত হওয়ার ফলে হাজার মানুষের ভোগান্তির অবসান হয়েছে। ভবিষ্যতে কৃষকদের অসুবিধার কথা চিন্তা করে এরকম অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply