শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সার নিয়ে হাহাকার,উপ পরিচালক বলছেন সারের সংকট নেই, মাঠে কৃষকদের হাতে নাজেহাল উপ সহকারী কৃষি কর্মকর্তারা মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র দোয়া মাহফিল পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঠিক করছে এনসিপি : সারজিস আলম ‘শুক্রবার সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন ডা. জোবাইদা রহমান’ বেগম খালেদা জিয়া সারাবিশ্বে সম্মানিত : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে আইনি নোটিশ ঢাকার অদূরেই দুই ভূমিকম্পের উৎস শনাক্ত, ঝুঁকিতে যেসব এলাকা এবারও খালেদা জিয়ার সফরসঙ্গী সেই ফাতেমা

নবাবগঞ্জে বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

Chif Editor

এম জাহিদুল ইসলাম (নবাবগঞ্জ প্রতিনিধি ) ঢাকাঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নৌকা বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ওয়াসিম(১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। রোববার সকাল ১০টায় উপজেলার পাতিলঝাপ ইটভাটা সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওয়াসিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চর লক্ষিপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। ট্রলার ডুবির ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান।
দোহার উপজেলা ফায়ার ষ্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ওয়াসিম ট্রলারে সিঙ্গাইর থেকে অন্যদের সাথে শনিবার পাতিলঝাপ নৌকা বাইচ দেখতে আসে। এক সময় ট্রলারটি নদীতে অতি স্রোতের মুখে ডুবে যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রোববার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ শুরু করে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে পাতিলঝাপ বাজার থেকে কিছু দূরে ইটভাটা সংলগ্ন নদী থেকে থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করা হয়। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয়দের তথ্যমতে- ট্রলারে থাকা আরো একজন নিখোঁজ রয়েছে বলে জানতে পারি। আমরা তাকেও উদ্ধারের চেষ্টা করছি।দোহার কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। মৃতের স্বজনদের ভাষ্যমতে- সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের ভাগিনা শিমুল নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারেরও চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply