শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা পঞ্চগড়ের বোদায় ইমাম নিয়ে বিরোধ, হাতাহাতিতে আহত কয়েকজন আওয়ামী আনুগত্যকারীদের প্রশাসন থেকে সরাতে হবে, প্রধান উপদেষ্টাকে বিএনপি: মির্জা ফখরুল রাজধানীর মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টায় গ্রেপ্তার ০৮ ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন রংপুরে জাতীয় দৈনিক ‘ঢাকা পত্রিকা’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬ বুড়িচং মোকাম ইউনিয়ন জাসাস এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিতর্কিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নৌকা বাইচ দেখতে গিয়ে তিন দিন পর বাড়িতে লাশ হয়ে ফিরলো ২ স্কুল ছাত্র

Nasir Uddin Pollob

নবাবগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে সিফাত হোসেন (১৬) ও ওয়াসিম (১৭) নামের দুই স্কুলছাত্র নিখোঁজের তিন দিন পর লাশ হয়ে ফিরল বাড়িতে। রোববার বিকালে ও সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত সিফাত হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে ও ওয়াসিম লক্ষ্মীপুর গ্রামে তোফাজ্জলের ছেলে। তারা দুইজনই সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সিংগাইর উপজেলার সীমান্তবর্তী এলাকা নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কমিটির উদ্যোগে কালীগঙ্গা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজার দর্শকের সমাগম ঘটে। উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সিফাত ও ওয়াসিমসহ ২০-২৫ জন বন্ধু নিয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়। এ সময় নৌকাবাইচ আয়োজক কমিটির ট্রলারের ধাক্কায় অপর ট্রলারটি ডুবে যায়। এতে সিফাতসহ ৭-৮ জন যাত্রী নিখোঁজ হয়।

পরে পরিবারের লোকজন ঐ দিনগত রাতে অনেক খোঁজাখুঁজি করে ২ জন ছাড়া বাকিদের উদ্ধার করা হলেও লক্ষ্মীপুর গ্রামে ওয়াসিম ও শ্যামনগর গ্রামের সিফাত খোঁজ মেলেনি। পরদিন রোববার বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওয়াসিমের লাশ উদ্ধার করে।

নিহত সিফাতের মামা চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রোববার সকাল থেকে দোহারের ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ আমরা সারা দিন কালীগঙ্গা নদীতে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু সিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শেষ করে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলা সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জিয়ানগর বস্তির ঘাটে সিফাতের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। সকাল ৮টার দিকে আমরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সোমবার সকাল ১০টায় শ্যামনগর কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply