শিরোনাম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দোকান ঘর উচ্ছেদ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা স্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন দিলেন জয়যাত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক মীর্জা খবীরের পিতার আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন মাহফিল সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র পক্ষে আইনজীবীর আইনগত গণ-বিজ্ঞপ্তি রংপুর বিভাগে জাতীয় পার্টির ৩৩ টি আসন উদ্ধারের চেষ্টা ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাতেও উত্তাল শাহবাগ

কেরানীগঞ্জে তাবলীগ জামাতের ৫দিনের জোড় শুরু :লাখো মুসল্লিদের ঢল

Chif Editor

বনি আমিন, কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে তাবলীগ জামাত বাংলাদেশের ৫দিনের জোড় শুরু হয়েছে। লাখো মুসল্লির সমাগমে মূখরিত হয়ে উঠেছে মডেল থানার বামনশুর কিংস্টার হাউজিং মাঠ। জুমার নামাজ আদায় করার জন্য সকাল থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে তাবলীগ জামাতের এই মাঠে।

বিশাল জামাতের সাথে জুমার নামাজ একত্রে আদায় করতে পেরে মুসল্লিরা অনেক খুশি। গতকাল তাবলীগের দিল্লীর নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমীর মাওলানা সাদ কান্ধলভীর ৩ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি, মাওলানা সাঈদ বিন সাদ কান্দোলভি, মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভি, মাওলানা আব্দুস সাত্তার সাহেবের জিম্মাদারীতে তাবলীগের র্শীষ ১৫জন মুরুব্বিরা ময়দানে এসে পৌছেছেন।

মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি আজ শুক্রবার জুমার নামাজের ইমামতি করেন ।তাবলীগ জামাতের সূত্রে জানা যায়, ৫৬ বছর ধরে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার স্বাগতিক দেশ ও প্রস্তুতি হিসাবে এই জোড় অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর টঙ্গির ময়দানের পরিবর্তে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে।

জোড়ে তাবলীগের পুরো বছরের সারাদেশের কাজের রিপোর্ট পেশ করা হয়, আবার আগামি এক বছরের কাজের পরিকল্পনা নেয়া হয়। জোড় থেকে দেশি-বিদেশি জামাত বিশ্ব ইজতেমার দাওয়াতের জন্য পাঠানো হয়। বিশ্ব ইজতেমার মতোই এ জোড়েও তাবলীগ জামাতের মূলধারা কেন্দ্রীয় বিশ্ব মারকাজ দিল্লীর নিজামুদ্দিনের মুরুব্বিগন গুরুত্বপূর্ণ বয়ান করেন।

এ বিষয়ে কাকরাইল মসজিদের শীর্ষ মুরুব্বিরা জানান, ৫ দিনের জোড় তাবলীগের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ দ্বীনী আয়োজন। এর সফলতার উপরই টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও আগামি এক বছরের কাজ অগ্রগতি নির্ভর করে। আল্লাহ যেন এই জোড়কে উম্মাহর হেদায়তের জড়িয়া হিসাবে কবুল করেন।

তাবলীগের সাথী ও মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, টঙ্গির ইজতেমায় গতবছর বিশ্ব আমীর মাওলানা সাদ সাহেবের ছেলেরা এলেও ৫দিনের জোড়ে প্রথমবারের মতো তাদের অংশ গ্রহনে তাবলীগের সাথীরা ব্যাপক উচ্চাসিত। শুক্রবার বাদ ফজর থেকে জোড় শুরু হওয়ার কথা থাকলে হাজার হাজার মুসল্লী বৃহস্পতিবার থেকেই ময়দানে আসতে শুরু করেছেন। এই জোড় ১৭ অক্টেবর মঙ্গলবারে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তাবলীগ জামাতে ৩ চিল্লার সাথী ও ১ চিল্লা সময় লাগিয়েছেন এমন উলামায়ে কেরাম কেবল এই জোড়ে শরীক হয়েছেন।

জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম বিশিষ্ট আলেম ও মুবাল্লিগ মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ’ জানান, এই ৫দিনের জোড়ে ১৬টি দেশে প্রায় ৮শ বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন। এছাড়া বাংলাদেশ ২লক্ষের মতো ৩ চিল্লার সাথী আছেন, ইনশাআল্লাহ এই জোড় ইজতেমায় দেড় লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হবেন।

Leave a Reply