
আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া সুজনকাঠি এলাকার সড়ককের, বটতলায় বাইসাইকেল ও ইজিবাইক চালানো অবস্থায় দূর্ঘটনায় ওলি খান নামে এক জন নিহত হয়েছে। ২৭শে অক্টোবর সকাল ৯ টা ২০ মিনিটে সময় ইজিবাইকটি আগৈলঝাড়া থেকে মোহন কাঠি যাওয়ার পথে বটতলা শাখা রোড দিয়ে হঠাৎ করে আগৈলঝাড়া টু মোহনকাঠি সড়কে বাইসাইকেল টি চলে আসে।
ইজিবাইকের সামনে এসে পড়ে বাইসাইকেল চালক মোঃ ওলি খান (১২) পিতা- মোঃ জাহাঙ্গীর খান। বাই সাইকেলের চালক ওহি খান ঘটনা স্থলে গুরুতর আহত হন এবং ইজি বাইক চালক অমূত মধু (৩৫) ও স্থানীয় লোকজন ওলিকে গৈলা সরকারী হাসপাতালে নিয়ে যায় হলে কিছুক্ষন পর হাসপাতালের কর্মরত ডাক্তার ওলি মারা গেছে বলে জানান তিনি।
মৃত ওলির মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন বলে জানা যায়। ইজিবাইক চালক ও ইজিবাইক টি থানায় হস্তারন্তর করা হয়েছে বলে জানান এলাকাবাসি
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.