শিরোনাম
রাণীশংকৈলে শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা সারাদেশে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত সন্তানের নাম ওসমান হাদি রাখলেন ঢাবির সাবেক শিক্ষার্থী হিন্দু দিপু দাসকে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব উল্টে যাওয়া বিমান থেকে বেঁচে ফিরেছিলেন তিনি ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ ঘোষণা রাকসু জিএসের নারায়ণগঞ্জে ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ কয়েকটি যানবাহন, নিখোঁজ ১

আদ- দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ

Chif Editor

শহিদুল ইসলাম জনিঃ রাজধানীর জুরাইনে অবস্থিত আদ দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটারে প্রসূতির সন্তান প্রসব করানোর সময় দায়িত্বে অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের ২৭ অক্টোবর রাতে ওই হাসপাতালে রুমার সির্জার করা হয়, পরে একটি নবজাতক সন্তান প্রসব করেন।

দুপুরে ডিউটিরত ডাক্তার জানান রোগী এবং বাচ্চা সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। হঠাৎ করে সন্ধায় ঘটে বিপত্তি দায়িত্বরত নারী চিকিৎসক রোগীর স্বজনদের কে দিয়ে বিপুলসংখ্যক ওষুধ ক্রয় করান এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান বাচ্চার আইসিইউ প্রয়োজন এবং তার জন্য তাদের যেতে হবে মগবাজার শাখায়।

স্বজনরা জানান, বাচ্চা প্রসব এর পরে তাদের রোগী সুস্থ ছিলো এবং দুপুরে ডাক্তার ও বলেছেন তাদের রোগী সুস্থ তাহলে রাতে কেন বাচ্চার আইসিইউ প্রয়োজন, চিকিৎসক জোর করে তাদের কে আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখায় যেতে বলেন কিন্তু তারা যেতে অনিহা দেখান।

প্রসূতির স্বজনদের দাবি, দায়িত্বরত চিকিৎসককে বারবার অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারির কথা বলা হলেও চিকিৎসক দেরিতে ওই রোগীকে ডেলিভারির জন্য নিয়ে যান। এবং সুস্থ থাকার পরে তারা রোগীর স্বজনদের বলে আইসিইউ প্রয়োজন।

বিষয়টি নিয়ে প্রতিবেদক কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা জানান, আমাদের যতোটুক সেবা দেওয়ার সেটা আমরা দিয়েছি এবং আমাদের জায়গা থেকে আমরা পর্যাপ্ত সেবা টি সব সময় রোগীদের দেওয়ার চেষ্টা করি,

তারা আরো বলেন, যদি এই রকম কোনো ঘটনা আমাদের মনে হয় ঘটেনি তারপর আমরা আমাদের দায়িত্ব পালনে আরো জোরালো ভূমিকা পালন করব।

Leave a Reply