শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

আদ- দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ

mdfaysalhawlader

শহিদুল ইসলাম জনিঃ রাজধানীর জুরাইনে অবস্থিত আদ দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটারে প্রসূতির সন্তান প্রসব করানোর সময় দায়িত্বে অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের ২৭ অক্টোবর রাতে ওই হাসপাতালে রুমার সির্জার করা হয়, পরে একটি নবজাতক সন্তান প্রসব করেন।

দুপুরে ডিউটিরত ডাক্তার জানান রোগী এবং বাচ্চা সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। হঠাৎ করে সন্ধায় ঘটে বিপত্তি দায়িত্বরত নারী চিকিৎসক রোগীর স্বজনদের কে দিয়ে বিপুলসংখ্যক ওষুধ ক্রয় করান এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান বাচ্চার আইসিইউ প্রয়োজন এবং তার জন্য তাদের যেতে হবে মগবাজার শাখায়।

স্বজনরা জানান, বাচ্চা প্রসব এর পরে তাদের রোগী সুস্থ ছিলো এবং দুপুরে ডাক্তার ও বলেছেন তাদের রোগী সুস্থ তাহলে রাতে কেন বাচ্চার আইসিইউ প্রয়োজন, চিকিৎসক জোর করে তাদের কে আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখায় যেতে বলেন কিন্তু তারা যেতে অনিহা দেখান।

প্রসূতির স্বজনদের দাবি, দায়িত্বরত চিকিৎসককে বারবার অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারির কথা বলা হলেও চিকিৎসক দেরিতে ওই রোগীকে ডেলিভারির জন্য নিয়ে যান। এবং সুস্থ থাকার পরে তারা রোগীর স্বজনদের বলে আইসিইউ প্রয়োজন।

বিষয়টি নিয়ে প্রতিবেদক কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা জানান, আমাদের যতোটুক সেবা দেওয়ার সেটা আমরা দিয়েছি এবং আমাদের জায়গা থেকে আমরা পর্যাপ্ত সেবা টি সব সময় রোগীদের দেওয়ার চেষ্টা করি,

তারা আরো বলেন, যদি এই রকম কোনো ঘটনা আমাদের মনে হয় ঘটেনি তারপর আমরা আমাদের দায়িত্ব পালনে আরো জোরালো ভূমিকা পালন করব।

Leave a Reply