শিরোনাম
রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা, থানায় ছেলের আত্মসমর্পণ শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা আহ্ববায়ক কমিটি গঠন দেবীদ্বারে সিপিবির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ: দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- পরেশ সভাপতি-আক্তার, সাধারণ সম্পাদক-জামাল, সাংগঠনিক সম্পাদক-আবু বকর দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন হাতিয়ায় যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নেতৃত্বে পণ্য পাচার চক্র সক্রিয়, দর্শকের ভূমিকায় প্রশাসন ভেদাভেদ নয় বাংলাদেশের গণতন্ত্রে-এ্যাডঃ শিমুল বিশ্বাস তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না: উপদেষ্টা আদিলুর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

আদ- দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ

Chif Editor

শহিদুল ইসলাম জনিঃ রাজধানীর জুরাইনে অবস্থিত আদ দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটারে প্রসূতির সন্তান প্রসব করানোর সময় দায়িত্বে অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের ২৭ অক্টোবর রাতে ওই হাসপাতালে রুমার সির্জার করা হয়, পরে একটি নবজাতক সন্তান প্রসব করেন।

দুপুরে ডিউটিরত ডাক্তার জানান রোগী এবং বাচ্চা সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। হঠাৎ করে সন্ধায় ঘটে বিপত্তি দায়িত্বরত নারী চিকিৎসক রোগীর স্বজনদের কে দিয়ে বিপুলসংখ্যক ওষুধ ক্রয় করান এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান বাচ্চার আইসিইউ প্রয়োজন এবং তার জন্য তাদের যেতে হবে মগবাজার শাখায়।

স্বজনরা জানান, বাচ্চা প্রসব এর পরে তাদের রোগী সুস্থ ছিলো এবং দুপুরে ডাক্তার ও বলেছেন তাদের রোগী সুস্থ তাহলে রাতে কেন বাচ্চার আইসিইউ প্রয়োজন, চিকিৎসক জোর করে তাদের কে আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখায় যেতে বলেন কিন্তু তারা যেতে অনিহা দেখান।

প্রসূতির স্বজনদের দাবি, দায়িত্বরত চিকিৎসককে বারবার অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারির কথা বলা হলেও চিকিৎসক দেরিতে ওই রোগীকে ডেলিভারির জন্য নিয়ে যান। এবং সুস্থ থাকার পরে তারা রোগীর স্বজনদের বলে আইসিইউ প্রয়োজন।

বিষয়টি নিয়ে প্রতিবেদক কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা জানান, আমাদের যতোটুক সেবা দেওয়ার সেটা আমরা দিয়েছি এবং আমাদের জায়গা থেকে আমরা পর্যাপ্ত সেবা টি সব সময় রোগীদের দেওয়ার চেষ্টা করি,

তারা আরো বলেন, যদি এই রকম কোনো ঘটনা আমাদের মনে হয় ঘটেনি তারপর আমরা আমাদের দায়িত্ব পালনে আরো জোরালো ভূমিকা পালন করব।

Leave a Reply