নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনায় জাতীয় দৈনিক দেশপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের বেড়া উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি আলমগীর কবির পল্লব নামের আরও এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
৩১ শে অক্টোবর মঙ্গলবার বেলা ১২টার দিকে বেড়া উপজেলার কাশিনাথপুর হতে মোটরসাইকেল যোগে নগরবাড়ি কেষ্টপুর এলাকায় জরুরী সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।
এসময় দুর্ঘটনার স্বীকার হওয়া ওই দুই সাংবাদিকের শরীরের বিভিন্ন জায়গায় কেটে রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী গণসাস্থ্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা করান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের মোটরসাইকেলটি কাশিনাথপুর দিক থেকে নগরবাড়ির দিকে যাবার পথে কাশিনাথপুর গণসাস্থ্যের সামনে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই সাংবাদিক এবং তাদের বহনকারী মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.