শিরোনাম
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা-৮ ফাঁকা রাখলো এনসিপি, প্রার্থী তালিকায় নেই আলোচিত সেই রিকশাচালক ভারতকে রাজি করিয়ে হাসিনাকে ফেরানোর চেষ্টা হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা কুমিল্লায় মানবাধিকার দিবস পালিত কুমিল্লায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে মুক্তি দিতে : রুহুল কবির রিজভী বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল

জামালপুরে জেলা কারাগারে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

Chif Editor

নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ জামালপুরে জেলা কারাগারের একজন কয়েদী এবং একজন হাজতি দুইজন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। (৭ নভেম্বর) মঙ্গলবার জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর-পাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা মঈনুদ্দিন ফকিরের ছেলে মাদক মামলার আসামী শাহীন ফকির (৪০)।

গত ৬ নভেম্বর সোমবার দিবাগত গভীর রাতে শ্বাস কষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন কারাগারে কয়েদী হিসাবে বন্দী ছিলেন।

অপরদিকে একই দিন মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইয়াকুব আলী (৬৫) ঐদিন ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান, ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হাজতি হিসাবে গত ৬ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। তিনি আরো বলেন মৃত দুই ব্যাক্তির ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলার আবু ফাতাহ।

Leave a Reply