শিরোনাম
রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান অফিসে ঘুষ, বাইরে রাজনীতি -ফেরদৌস আলমের হাতে মিরপুর বিটিসিএলের দম বন্ধ!” টিউশন ফি বৃদ্ধিতে দিশেহারা তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা দিনাজপুরে প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইস সহ গ্রেফতার – ০৩ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের নামে মামলা এনসিপি ক্ষমতায় না গেলেও কারও ‘পোষা’ দল হবে না: সারজিস আলম এ মাসেই ২০০ প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন আহমেদ গাইবান্ধায় এসপি, ওসির বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা

রড চুরি সিন্ডিকেটের প্রধান আসামি ইব্রাহিম চৌধুরী’কে গ্রেফতার 

mdfaysalhawlader

স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলার গাছা থানার পুলিশ গ্রেফতার করে রড বোঝাই ট্রাক সহ চুরি মামলার প্রধান আসামি ইব্রাহিম চৌধুরী কে পুলিশ জানায় তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানা হত্য সহ গাড়ি চুরি, রড চুরির মামলা রয়েছে। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রির সহকারী ম্যানেজার ইব্রাহিম বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করেন।

যাহার নং-১৮,তারিখ-১২/০৬/২০২৩ ইং,ধারা -৪০৬ /৪০৭/ ৪২০/৩৪ পেনাল কোড।  উক্ত আসামি ইব্রাহিম চোধুরী কে গাছা থানা পুলিশ আদালতে প্রেরণ করলে। গাজীপুর চীফ ম্যাজিট্রেট আদালতে আসামি স্বীকাররোক্তি জবানবন্দি প্রদান করে।

পুলিশ জানায় ধৃত আসামী ইব্রাহিম একজন পেশাদার চোর মামলার বিবরণে জানায় আনোয়ার ইস্পাতের তের টন রড বোঝাই ট্রাক গাজীপুর থেকে টাঙ্গাইলের ভূয়াপুর যাওয়ার কথা কিন্তু ট্রাক চালক ইব্রাহিম ট্রাক বোঝাই রড ফরিদপুর ভাংগায় নিয়ে চলে যায়।পরে গাজীপুর গাছা থানা মামলা দায়েরের পর মাঠে নামে পুলিশ।

এরপর পুলিশ ফরিদপুর ভাংগা থেকে রড বোঝাই ট্রাক টি উদ্ধার করে।মামলার তদন্ত কর্মকর্তা সাখাওয়াত জানান। যে আসামী ট্রাক চালক ইব্রাহিম নড়াইল থেকে ট্রাক টি চুরি করে নিয়ে আসে।পরে কৌশলে আনোয়ার ইস্পাতের তের টন রড টাঙ্গাইলের ভূয়াপুরে নেওয়ার জন্য ভাড়া নেন। সে রড বোঝাই ট্রাকটি টাঙ্গাইলে না নিয়ে মাল বোঝাই ট্রাকটি ফরিদপুর ভাংগা নিয়ে চলে যায়।

Leave a Reply