শিরোনাম
বিএনপি’র দলীয় ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ গুলি বর্ষণের অভিযোগ আহত-১০ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ চৌদ্দগ্রাম অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রমণ আদালতের অভিযান কৃষ্ণপুর গুংগুর খালের পাড়ের সেগুন গাছ সরকারী অনুমোদন না নিয়ে কর্তনের অভিযোগ মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু তিতুমীর কলেজে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ ভুয়া পরিচয়, রহস্যজনক আচরণ ও ‘থার্টি ফোর’ বলার নেপথ্যে সবুজ শেখ বিএনপির দুই নেতাকে শোকজ বৈদ্যুতিক ত্রুটি, ট্রাম্পকে বহনকারী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে দাঁড়িপাল্লা পেলেন ঢাকা মহানগরী দক্ষিণের ৫ প্রার্থী

রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাক চাপায় স্বামী- স্ত্রী নিহত: আহত শিশু কন্যা

Chif Editor

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণঞ্জের রূপগঞ্জে পরিবার নিয়ে বাড়ী ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী মারা গেছেন। এসময় গুরুতর আহত হয় একমাত্র শিশু কন্যা তাহরিন জাহান ফাহা (০৬) শুক্রবার রাত ৭ টার দিকে উপজেলার কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় ঘটে এ মর্মান্ত্বিক দূর্ঘটনা।

নিহতরা হলো নারায়ণগঞ্জে সোনারগাঁও পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম বাবু (৩৪) ও তার স্ত্রী তাহমিনা আক্তার (৩০)। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে স্ত্রী ও একমাত্র শিশু কন্যাকে নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে আসে সোনারগাঁয়ে নয়ামাটি এলাকার নাজমুল ইসলাম বাবু। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত ৭ টার দিকে কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পৌছেলে একটি প্রাইভেটকার ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেলটি কে ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাজমুল ইসলাম বাবু ও তার স্ত্রী তাহমিনা।  এসময় গুরুতর আহত হয় তাদের একমাত্র শিশু কন্যা তাহরিন জাহান ফাহা (০৬)।

স্থানীয়রা আহত শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছে। লাশ উদ্ধার করে রূপঞ্জ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply