শিরোনাম
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা-৮ ফাঁকা রাখলো এনসিপি, প্রার্থী তালিকায় নেই আলোচিত সেই রিকশাচালক ভারতকে রাজি করিয়ে হাসিনাকে ফেরানোর চেষ্টা হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা কুমিল্লায় মানবাধিকার দিবস পালিত কুমিল্লায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে মুক্তি দিতে : রুহুল কবির রিজভী বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল

এক সুদখোরের কান্ড!

Chif Editor

ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকায় বাড়িতে ঢুকে সাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো একই এলাকার মাসুদ খালাসী নামে এক যুবক। এনিয়ে থানায় অভিযোগের পরেও কোন প্রতিকার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় সাফিয়া বেগম।
তিনি অভিযোগ করে বলেন, গত তিন বছর আগে তার ছেলে জাফরকে সুদে তিন লাখ টাকা দেয় একই এলাকার আলা খালাসীর ছেলে মাসুদ খালাসী। সেই টাকার জন্য জাফরকে না পেয়ে সাফিয়াকে চাপ দেয় মাসুদ। বিভিন্ন সময় হুমকি দিয়ে বাড়ি দখল করতে যায়। সাফিয়া আরও বলেন, তার ছেলে তাকে আলাদা করে দিয়েছে অনেক আগে। মাসুদকে এটি বলার পরেও কোন কথা না শুনে বারবার ধরে নিয়ে শারীরিক আঘাত করলে তিনি দেড় লাখ টাকা দেন। এতেও ক্ষান্ত না হয়ে আবারও টাকার জন্য সাফিয়াকে হুমকি দেয় মাসুদ। পরে সফিয়া থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ১১ টার দিকে তার বাড়িতে ঢুকে ইউপি মেম্বার বিল্লাল খালাসীর উপস্থিতিতে চেয়ার দিয়ে এলোপাথারী আঘাত করে শাফিয়ার হাত ভেঙ্গে দেয় মাসুদ। অহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে থাকা ইউপি মেম্বার বিল্লাল খালাসী ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমি মাসুদকে উত্তেজিত হতে নিষেধ করার পরেও এমন ঘটনা ঘটায়। বিষয়টি দু:খজনক।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফুলতলা ফাঁিড়র এসআই মেজবাহ উদ্দিন শেখ বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এঘটনার বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে এব্যাপরে জানতে অভিযুক্ত মাসুদ খালাসীর বাড়িতে গেলে তাকে পওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিক ফোন দিলে তার পরিবারের সদস্যরা জানান তিনি বাসায় নেই।

Leave a Reply