
বেনাপোল প্রতিনিধিঃ কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে শার্শার এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার(২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সাবুর আলী (৪০) শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে ও আহত ওবাইদুর পাশ্ববর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শার্শার কায়বা এলাকা থেকে ইটভাঙতে ইটভাঙ্গার মেশিন নিয়ে কলারোয়া উকাপুর গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে খাদ্য গুদামের সামনে পৌছালে সাইড সড়ক থেকে একটি শিশু সাইকেল চালিয়ে সড়কে উঠলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
এসময় ইটভাঙা মেশিনে চাপা পড়ে ঘটনাস্থলে সাবুর আলী মারা যায়। অপরদিকে আহত ওবাইদুরকে স্থানীরা উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র