শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

মাদারগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণ

mdfaysalhawlader

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ জামালপুরের মাদারগঞ্জে ৮৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিনামূল্যে বীজ- সার বিতরণ করা হয়।

২০২৩-২৪ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে (উফশী) ও হাইব্রিড জাতের ধানের বীজ এবং সার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম।

এ সময় উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা রিজভী আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষকলীগের সভাপতি শামিম আহম্মেদ দুদু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষক/কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উফশী ৪৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৪০০০ জন কৃষক/কৃষাণীর মাঝে ২ কেজি করে হাইব্রীড় জাতের বীজ বিতরণ করা হয়।

Leave a Reply