শিরোনাম
অন্তত দেড় হাজার মোবাইল ব্যবসায়ী বে-আইনি কার্যক্রমে জড়িত: এমআইওবি বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা শাহজালাল ফার্টিলাইজারের সাবেক হিসাব প্রধানের ১২ ফ্ল্যাটসহ সম্পদ জব্দ নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক সেন্টমার্টিনে মাস্টারপ্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি ভালোবাসা আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর মন্টু

দোহারে দুর্ধর্ষ চুরি, চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

Chif Editor

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার দোহারের উত্তর শিমুলিয়া এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রকে গ্রেফতার ও স্বর্ণ মোবাইলসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। প্রেস কনফারেন্সে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, গত ১১ই নভেম্বর উপজেলার উত্তর শিমুলিয়া হাসিবুর রহমানের বাড়িতে একটি সংঘবদ্ধ চোরচক্র ঘরের টিন কেটে পাঁচ ভরি ওজনের একটি সীতাহার, কানের দুল, দুটি এন্ড্রয়েড মোবাইল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ লাখ টাকা।

এবিষয়ে মামলা রুজু হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের তত্ত্বাবধানে দোহার থানা ওসি মো মোস্তাফা কামালের নেতৃত্বে ফুলতলা ফাড়িঁর ইনচার্জ শফিকুল ইসলাম সুমন, এসআই জসীম উদ্দিন ও দেলোয়ার হোসেনের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বেথুয়া ও মালিকান্দা এলাকা হতে ঘটনার সাথে জরিত আন্তজেলা চোরচক্রের সদস্য মিলন চোকদার (২৯) ও নাজির (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিলন উপজেলার মেথুয়া এলাকার সেলিম চোকদারের ছেলে। অপর আসামী নাজির একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।পুলিশ জানায়  ঘটনার সাথে জড়িত  বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply