নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহারের উত্তর শিমুলিয়া এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রকে গ্রেফতার ও স্বর্ণ মোবাইলসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। প্রেস কনফারেন্সে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, গত ১১ই নভেম্বর উপজেলার উত্তর শিমুলিয়া হাসিবুর রহমানের বাড়িতে একটি সংঘবদ্ধ চোরচক্র ঘরের টিন কেটে পাঁচ ভরি ওজনের একটি সীতাহার, কানের দুল, দুটি এন্ড্রয়েড মোবাইল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ লাখ টাকা।
এবিষয়ে মামলা রুজু হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের তত্ত্বাবধানে দোহার থানা ওসি মো মোস্তাফা কামালের নেতৃত্বে ফুলতলা ফাড়িঁর ইনচার্জ শফিকুল ইসলাম সুমন, এসআই জসীম উদ্দিন ও দেলোয়ার হোসেনের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বেথুয়া ও মালিকান্দা এলাকা হতে ঘটনার সাথে জরিত আন্তজেলা চোরচক্রের সদস্য মিলন চোকদার (২৯) ও নাজির (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিলন উপজেলার মেথুয়া এলাকার সেলিম চোকদারের ছেলে। অপর আসামী নাজির একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।পুলিশ জানায় ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।