নিজস্ব প্রতিবেদক: মাইনুল ইসলাম মহিন
দুই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। সাবেক এই প্রধানমন্ত্রী দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন।
নবায়নকৃত পাসপোর্ট হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (মঙ্গলবার) তার পাসপোর্ট নবায়নের প্রক্রিয়া সম্পন্ন হয়।
এরপর খালেদা জিয়ার প্রতিনিধি নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংগ্রহ করেছেন। আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জনসংযোগ কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এর আগে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বৈঠকের পর তার মুক্তির সিদ্ধান্ত হয়।
দুই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। সাবেক এই প্রধানমন্ত্রী দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলায় সরকার ২৫ মার্চ ২০২০ তারিখে একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়।
তারপর থেকে আবেদনের ভিত্তিতে খালেদা জিয়ার মুক্তির সময় প্রতি ছয় মাস বাড়ানো হয়েছে। তবে সাজা স্থগিত হওয়ার সময় তার চলাচলে সীমাবদ্ধতা ছিল।