শিরোনাম
কুমিল্লায় বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১ টাকার বিনিময়ে করেন নোটিশ গায়েব রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস নিমসার বাজারে দোকান ভাড়া নিয়ে মালিকের উপর হামলা করে পাল্টা অভিযোগ থানায় রিফাইন্ড আ’লীগ বা ‘জাপা’ নামে ফ্যাসিবাদি শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয় তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  কুমিল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায়

কুকুরের কামড়ে একদিনে আহত ১৭ জন

Shariful Haque Pavel

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে একদিনে সতের জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ছয়জন শিশু কিশোর, পাঁচজন বৃদ্ধ এবং বাকিরা তরুন। জানা যায়, ষোলজন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন বাহির থেকে চিকিৎসা নিয়েছেন।

কৌড়িখাড়া গ্রামের মো: রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মটরসাইকেল যোগে বাজারে আসছিলেন। এমনসময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষনাত স্থানীয় নেছারাবাদ হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসী থেকে ভ্যাক্সসিন কিনে হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

একই দিনে কুকুরের কামড়ে আরো ষোলজন আহত হয়েছেন। আহতরা হলেন, ইলুহার গ্রামের মো: মারুফ(১৩), ডুবি গ্রামের মো: আব্দুল্লাহ(১৩),বলদিয়া গ্রামের মো: তাওসান(১০),ডুবি গ্রামের গিয়াস(১৫),সুটিয়াকাঠি গ্রামের আমিনা(৮০), একই গ্রামের ডালিয়া আক্তার(৫২),চামী গ্রামের শামসুন্নাহার(৩০),ডুবি গ্রামের ফাতেমা(৪),কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি(১৮),ইলুহার গ্রামের মিমি(১৬),সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান(২৮),উমারেরপাড় গ্রামের মো: সানাউল(২৩),সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০),একই গ্রামের আলমগীর হোসেন(৬৫),আরিফ বিল্লাহ(১৬)।

নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডাক্তার মো.আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সসিন সরবারহ নেই। তাই সবাই বাহির থেকে ভ্যাক্সসিন কিনে নেছারাবাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

Leave a Reply