শিরোনাম
রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ায় পথচারীর মৃ/ত্যু, চলাচল বন্ধ রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান অফিসে ঘুষ, বাইরে রাজনীতি -ফেরদৌস আলমের হাতে মিরপুর বিটিসিএলের দম বন্ধ!” টিউশন ফি বৃদ্ধিতে দিশেহারা তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা

কুকুরের কামড়ে একদিনে আহত ১৭ জন

Shariful Haque Pavel

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে একদিনে সতের জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ছয়জন শিশু কিশোর, পাঁচজন বৃদ্ধ এবং বাকিরা তরুন। জানা যায়, ষোলজন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন বাহির থেকে চিকিৎসা নিয়েছেন।

কৌড়িখাড়া গ্রামের মো: রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মটরসাইকেল যোগে বাজারে আসছিলেন। এমনসময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষনাত স্থানীয় নেছারাবাদ হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসী থেকে ভ্যাক্সসিন কিনে হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

একই দিনে কুকুরের কামড়ে আরো ষোলজন আহত হয়েছেন। আহতরা হলেন, ইলুহার গ্রামের মো: মারুফ(১৩), ডুবি গ্রামের মো: আব্দুল্লাহ(১৩),বলদিয়া গ্রামের মো: তাওসান(১০),ডুবি গ্রামের গিয়াস(১৫),সুটিয়াকাঠি গ্রামের আমিনা(৮০), একই গ্রামের ডালিয়া আক্তার(৫২),চামী গ্রামের শামসুন্নাহার(৩০),ডুবি গ্রামের ফাতেমা(৪),কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি(১৮),ইলুহার গ্রামের মিমি(১৬),সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান(২৮),উমারেরপাড় গ্রামের মো: সানাউল(২৩),সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০),একই গ্রামের আলমগীর হোসেন(৬৫),আরিফ বিল্লাহ(১৬)।

নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডাক্তার মো.আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সসিন সরবারহ নেই। তাই সবাই বাহির থেকে ভ্যাক্সসিন কিনে নেছারাবাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

Leave a Reply