স্টাফ রিপোর্টার : রাজধানীর সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সিরাজ তালুকদার, মোঃ জাহাঙ্গীর ও শামীম হাসান।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাদীর ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে প্রথমে ১৬ লক্ষ পরে আরো ১০ লক্ষ টাকা নেয়। পরবর্তী সময়ে সেই টাকা চাইতে গেলে ৯২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তা দিতে অস্বীকার করলে বাড়ি লিখে দিতে বলে।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজন বাদীর স্বামীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাত রাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.