বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গত২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ০১.১৫ ঘটিকার সময় বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ ফিশারিঘাটের আগে স্লুইস গেইট এলাকায় একটি আগ্নেয়াস্ত্র আছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন সঙ্গীয় এসআই (নি.) মোঃ সোহেল রানা, এসআই (নি.) এ কে এম জালাল উদ্দিন, এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ গতরাত ০১.২৫ ঘটিকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের এলাকায় পৌঁছে আশেপাশে বসবাসরত লোকজনদের সহযোগিতায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। তল্লাশি অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ০১.৫৫ ঘটিকায় বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ নবাব খাঁ কলোনিসংলগ্ন স্লুইস গেইটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো একটি 9 mm পিস্তল (TAURUS), ০২টি ম্যাগাজিন ও ১৬(ষোল) রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া জব্দতালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.