নিজস্ব প্রতিবেদক //
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের বালুচর বাজারের দোকানিদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বাজারের মাছ ব্যবসায়ী খোকন সরকার (৪৮)। গত (৩১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে বালুচর বাজারে এ ঘটনা ঘটে। চাঁদা তুলতে বাধা দিতে গিয়ে আহত হয়েছে সাধারণ মানুষও দোকানিরা।
জানা গেছে বালুচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের হাসমত সরকারের ছেলে খোকন সরকার( ৪৮) জোরপূর্বক দোকানিদের কাছ থেকে চাঁদা তুলছিল।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী খোকন সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলও তাকে পাওয়া যায় নাই।
অন্যদিকে বালুচর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন বলেন দেশের পরিস্থিতি ও ব্যবসায়ীদের দিক চিন্তা করে বাজারের খাজনা ও পাহারাদারের বেতন তোলা বন্ধ রেখেছে।
হঠাৎ শুনি বাজারের মাছ ব্যবসায়ী খোকন সরকার কিছু আওয়ামী লীগের লোকজন নিয়ে বাজার থেকে চাঁদা তুলছেন এ বিষয়ে কিছু দোকানদার তাকে বাধা দিয়েছেন কিন্তু সে শোনে নাই। পরে এলাকার লোকজন তাকে হালকা-পাতলা কিল ঘুসি দিয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান বালুচর বাজার থেকে চাঁদা উঠানো সম্পূর্ণ নিষেধ। চাঁদা তোলার বিষয়টা আমি একজনের কাছ থেকে শুনেছি এবিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি চাঁদা দাবি করে তাকে বেঁধে রেখে আমাদেরকে জানাবেন।