শিরোনাম
খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর দূর্ণীতির মহারাজা প্রকৌশলী অজয় রংপুর প্রেসক্লাব উম্মুক্তকরণ কার্যক্রমে ডিসির কোন সম্পর্ক নেই দৈনিক বায়ান্নোর আলো’র সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রেসক্লাবের ১০৫ সাংবাদিকের বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল প্রসাধনী ব্যবসায়ীর জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা নভেম্বর আসছে মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মন যে বোঝে না’

চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরামের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও সংবর্ধনা: শিক্ষার মাপকাঠি পরীক্ষা আবশ্যক

S M Rashed Hassan

নিজস্ব প্রতিবেদক//

নগরীর পতেঙ্গা কাটগড়ে আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে বে-সরকারি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতিসংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি অধ্যক্ষ এস.এম দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আল-আমিনের‌ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আকবর।

আলোচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক (ইংরেজি) এম মশিউল আনোয়ার, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন রিফাইনারির মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য শিক্ষীকা মিসেস সাদিয়া ইসলাম, যুগ্ম সম্পাদক শিক্ষক মোঃ স্বপন মিয়া, শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক আলী আকবর মনজু, শিক্ষক মোঃ মহসিন, শিক্ষক মোঃ নাছির উদ্দিন মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে – শিক্ষার প্রকৃত মাপকাঠি হচ্ছে পরীক্ষা। আর ঞ্জান শিক্ষার আলোক বর্তিকা।
মেধাবী ছাত্র-ছাত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে শিক্ষার ঞ্জান পরীক্ষা আবশ্যক।
পরিশেষে বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট সনদপত্র প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply