শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

অ্যালায়েন্স বিল্ডার্সের আবাসন মেলা উদ্বোধন

Shariful Haque Pavel

অ্যালায়েন্স বিল্ডার্সের উদ্যোগে একক আবাসন মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার ৪ অক্টোবর রাজধানীর কাজীপাড়ায় নিজস্ব ভবনে অ্যালায়েন্স বিল্ডার্সের একক আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলায়েন্স বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান। সাধ্যের মধ্যে সব শ্রেণীর মানুষের জন্য আবাসন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানটি এ মেলার আয়োজন করে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, স্বল্প মূল্য এবং আকর্ষণীয় স্থানে প্রকল্পগুলো চলমান রয়েছে। এতে যারা ফ্ল্যাট ক্রয় করতে চান তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে অ্যালায়েন্স বিল্ডার্স। সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় হোটেল জানা তাদের নতুন প্রকল্প। এখানে বিনিয়োগে ক্ষেত্রে থাকছে বিশাল ডিসকাউন্ট এবং বিভিন্ন সুযোগ সুবিধা।

তিনি বলেন, আমরা চাই দেশের প্রতিটি মানুষ তাদের নিজস্ব আবাসনের জন্য চেষ্টা করবে এবং আমরা সেই চেষ্টায় তাদের সাথী হয়ে স্বপ্ন পূরণে কাজ করব। ব্যবসার চাইতে জনগণের সাথে অ্যালায়েন্স বিল্ডার্স সম্পৃক্ততা ধরে রাখার জন্য নামমাত্র মূল্যেই দেশের জনগণের জন্য ফ্লাট এবং কুয়াকাটায় হোটেল জানাতে বিশেষ ডিসকাউন্ট এর ব্যবস্থা করা হয়েছে।

সকলকে প্রকল্প গুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান বলেন, হোটেল জানায় বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা সাফকবলা দলিলসহ বংশপরম্পরায় ব্যবসা করার সুযোগের ব্যবস্থা থাকছে।

আগামী ১৩ অক্টোবর বেলা ১১ টা থেকে রাত আটটা পর্যন্ত ৬৪০ পশ্চিম কাজীপাড়া নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় এ মেলা চলবে। মেলা চলাকালীন আকর্ষণীয় রেফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply