শিরোনাম
কুমিল্লায় বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১ টাকার বিনিময়ে করেন নোটিশ গায়েব রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস নিমসার বাজারে দোকান ভাড়া নিয়ে মালিকের উপর হামলা করে পাল্টা অভিযোগ থানায় রিফাইন্ড আ’লীগ বা ‘জাপা’ নামে ফ্যাসিবাদি শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয় তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  কুমিল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায়

পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোট’র সংবাদ সম্মেলন

Shariful Haque Pavel

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোট এর আয়োজনে গতকাল ৫ অক্টোবর শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি কর্মস্থলে অবাঞ্ছিত, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের স্বপদে বহালের জন্য প্রজ্ঞাপন জারি ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ৫ই আগস্ট এক বিস্ময়কর ছাত্র জনতার অভ্যুথান ঘটেছে। ফলে আজ প্রত্যেক আশাবাদী মানুষের মনে স্বপ্ন জেগেছে। দেশকে নতুন রূপে দেখার ও গড়ার প্রত্যয় বুকে বাসা বেঁধেছে। অথচ সারা দেশের বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দকে অপমান, অপদন্ত, হেনস্তা ও মারধোর করে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে অবাঞ্ছিত ও প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, প্রায় দুই হাজার শিক্ষক পদ-বঞ্চিত হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন। দেশজুড়ে এমন ঘটনায় সত্যিই আমরা বিস্মিত, বিমূঢ় ও স্তম্ভিত। যেখানে শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর সেখানে আজ আমরা নিগৃহীত, নির্যাতিত। সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে গিয়ে স্বার্থলোভী লোকদের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি। সংবাদ সম্মেলনে আরো যারা উপস্থি তছিলেন, বিশেষ সমন্বয়ক, জনাব কেকা রায় চৌধুরী, অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা, বিশেষ সমন্বয়ক, ড. মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ, বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি, ঢাকা। তথ্য ও যোগাযোগ সমন্বয়ক, জনাব মহাদেব চন্দ্র দে, প্রধান শিক্ষক, দিদার মডেল হাই স্কুল, বলরাম- পুর, হালিমানগর, আদর্শ সদর, কুমিল্লা, কার্যকরী সমন্বয়ক, নাজমা বেগম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, কোতোয়ালী, ঢাকা, সাংগঠনিক সমন্বয়ক, সিদ্দিকুল ইসলাম, দড়গ্রাম উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ। অর্থ সমন্বয়ক, মো. জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বনানী মডেল স্কুল, বনানী, ঢাকা। মোঃ জাহিদুল ইসলাম সিনিয়র শিক্ষক পারজোয়ার ব্রাহ্মণগাও উচ্চ বিদ্যালয়, আগানগর শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ।

Leave a Reply