কুমিল্লা জেলা, মুরাদনগর উপজেলা পরিষদের সিএ মোঃ ইকবাল হোসেন এর নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণে আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে উল্লেখযোগ্য, ঢাকার মাতুয়াইলে, “এভারেস্ট টাওয়ার (৩য় তলা), শহীদ নগর,মাতুয়াইল মেডিকেল রোড, ঢাকা”-তে অর্ধশত কোটি টাকার ফ্ল্যাট এবং ঢাকার বাংলামোটরে একটি ফ্ল্যাট আছে বলে জানা যায়।
এছাড়াও তার নিকট আত্মীয় এবং নিকট জনদের থেকে জানা যায়, মুরাদনগর উপজেলায় তার ক্রয় কৃত একটি প্লট রয়েছে এবং তার ভাই ট্রাফিক সার্জেন্ট মোঃ জামাল হোসেন পলাশ এর মাধ্যমে চট্টগ্রামে জমি কিনেছে বলে জানা যায়। তার গ্রামের বাড়িতে বিশাল এক জায়গা ক্রয় করে তার ওপর ডুপ্লেক্স বাড়ি নির্মাণাধীন এবং সেই বাড়ির পাশেই একটি প্রজেক্টে তার নামে ১০ শতাংশ জায়গা ক্রয় করেছে।
এলাকাবাসী ও তার নিকটজনদের ধারণা তার নামে আরো অনেক জায়গায় সম্পত্তি রয়েছে যেগুলো লোক চক্ষুর আড়ালে। সিএ মোঃ ইকবাল হোসেন এবং তার পরিবারের সদস্য স্ত্রী ও স্ত্রীর বোনের নামে বেনামে বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন জায়গায় কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে বিভিন্ন সংস্থার তদন্তে জানা যায়।
গোপন সুত্রে আরও জানা যায়, সে তার এলাকায় মাদক কারবারির সাথেও জড়িত। সুত্রটি জানায় সে নিজে মাদক সেবন করে, মাদক ব্যবসা করে এবং কিছু মাদকসেবিদের বিনামুল্যে মাদক সরবরাহ করে তাদের দিয়ে বিভিন্ন অপকর্ম করায়। তার এই আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে দুদকে তদন্ত চলছে বলে দেশপত্রের কাছে দুদক থেকে নিশ্চিতকরন করা হয়। এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি বিভিন্ন ভাবে আর্থিক প্রলোভন দেখান, যা কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেন।