শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া নির্বাচন ঘিরে পরিস্থিতি নানাভাবে ঘোলাটে করার চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ালো ইসি দুই দশকেরও বেশি সময় ধরে আটক ফিলিস্তিনি নেতা বারঘুতির মুক্তির দাবিতে আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন বেগম খালেদা জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি: অমানউল্লাহ আমান মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার, ২০ মামলার আসামির পতনে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর কোরআন খতমে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় এক হাফেজ নিহত

কামু বাহিনীর প্রধান ‘কামু’ গ্রেফতার

Mehraz Rabbi

গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের টঙ্গীর উত্তর-পূর্ব অঞ্চলের অপরাধ জগৎতের নিয়ন্ত্রণকারী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

২রা ডিসেম্বর ভোর চারটার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪নং ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।

গত ২রা ডিসেম্বর সোমবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফিরেন ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামী কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই তিনি টঙ্গীর উত্তর পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই গড়ে তুলেন সন্ত্রাসী ‘কামু বাহিনী’। এলাকার বাসিন্দাদের কাছে মূর্তিমান আতঙ্কর নাম ছিলো কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি অস্ত্র মামলা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি,বিস্ফোরক দ্রব্য আইনে ২টি,জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা,চাঁদাবাজি ঘটনায় ১টি ও সরকারী সম্পত্তি দখলের অভিযোগে ১টি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে কামুর বিরুদ্ধে।

গাজীপুরের টঙ্গী এরশাদনগরে কামরুল ইসলাম কামুর সন্ত্রাসী বাহিনীর অন্যায় অত্যাচারের বিচার ও ফাঁসির দাবিতে মিছিল করেছেন এলাকাবাসী। কামুর গ্রেপ্তারের আনন্দে এরশাদনগর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

গাজীপুর মহানগরীর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো.আকবর আলী মুন্সি বলেন, গত ২ রা ডিসেম্বর সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেফতার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞেসাবাদ করা হয় পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply