শিরোনাম
টাকার বিনিময়ে করেন নোটিশ গায়েব রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস নিমসার বাজারে দোকান ভাড়া নিয়ে মালিকের উপর হামলা করে পাল্টা অভিযোগ থানায় রিফাইন্ড আ’লীগ বা ‘জাপা’ নামে ফ্যাসিবাদি শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয় তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  কুমিল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায় আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত

গাজীপুরে ঘটনার আড়ালের সাংবাদিককে তুলে নিয়ে ছিদ্দিক বাহিনীর হুমকি।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরে সাপ্তাহিক ঘটনার আড়ালের নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে রাতের আঁধারে তুলে নিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে ছিদ্দিক বাহিনী।

সদর উপজেলার ভবানীপুর এলাকার কুমিল্লা হোটেলের পাশ থেকে বুধবার রাত ১১টার দিকে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার জয়দেবপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত আবু বকর ছিদ্দিক ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ২৫ নভেম্বর ঘটনার আড়ালের প্রথম পৃষ্ঠায় ‘গাজীপুরে ছিদ্দিক চেয়ারম্যানের ভেলকিবাজি, দেড় দশক আওয়ামী লীগের ছায়াতলে থেকে এখন জেলা বিএনপির অন্যতম হর্তাকর্তা’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে জেলাজুড়ে চলে ব্যাপক তোলপাড়। পরে আবু বকর ছিদ্দিকের লোকজন ঘটনার আড়ালের নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজের গতিবিধি অনুসরণ করতে থাকেন।

সাংবাদিক সবুজ জানান, তিনি কাজ শেষে বাড়িতে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির লোক পথরোধ করে তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলেন। পরে একাধিক জায়গা ঘুরে বাঘের বাজারের উত্তরে পড়শিবাড়ী রেস্টুরেন্টে নেওয়া হয়।

সেখানে আগে থেকেই আবু বকর ছিদ্দিক ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনসহ অন্যরা অবস্থান করছিলেন। পরে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

সবুজ বলেন, আবু বকর ছিদ্দিক আমাকে ‘মিথ্যা নিউজ’ মর্মে স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ দেন। কয়েকজন মোবাইলে ভিডিও শুরু করেন। কিন্তু আমি সত্যে অটল থাকি। আপত্তি থাকলে তাদেরকে সম্পাদকের সঙ্গে কথা বলতে ও নিউজ চ্যালেঞ্জ করতে বলি।

তিনি বলেন, বিবাদীরা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছেন। বানিয়ারচালার আবদুল কাদেরের ছেলে সাদ্দাম একাধিকবার মারপিট করতে উদ্যত হন। এক পর্যায়ে অন্য লোকজনের আনাগোনা বাড়তে থাকলে আমাকে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাংবাদিক সবুজ বলেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদককেও উদ্দেশ্য করে ক্ষিপ্ত কথাবার্তা বলেছেন।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply