বরিশাল প্রতিনিধি।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি ও মাহিন্দ্রা চালকরা। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম আহত হন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা নগরীর রূপাতলী এলাকায় জড়ো হয়। এসময় একজন মাহিন্দ্রা চালক ও একজন সিএনজি চালককে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে সেনাবাহীনী এসে আটকদের নিয়ে যায়। এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থী রায়হান জানান, মোটরসাইকেলযোগে সে রূপাতলী এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। এসময় এক সিএনজিচালক তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা দেয়। এ নিয়ে সে এর প্রতিবাদ করে। এ ঘটনার সময় রূপাতলীতেও শ্রমিকদের মিছিল হচ্ছিল। ওই সিএনজিচালক শ্রমিকদের ডেকে আনে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তারা তাকে মারধর করে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার হবে।’