শিরোনাম
অন্তত দেড় হাজার মোবাইল ব্যবসায়ী বে-আইনি কার্যক্রমে জড়িত: এমআইওবি বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা শাহজালাল ফার্টিলাইজারের সাবেক হিসাব প্রধানের ১২ ফ্ল্যাটসহ সম্পদ জব্দ নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক সেন্টমার্টিনে মাস্টারপ্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি ভালোবাসা আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর মন্টু

পাটগ্রামে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী  নিহত।

Mehraz Rabbi

 পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা।।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় সোহেল রানা নামের

এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত  সোহেল রানা (৩২) উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তারের ছেলে। তিনি জোংড়া ইউনিয়নের মোমিনপুর বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) রাতে জোংড়া ইউনিয়ন পরিষদের ৩ নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।,

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে পাটগ্রাম উপজেলা থেকে নিজ বাড়ি জোংড়ার দিকে   যাচ্ছিলেন সোহেল রানা। পথিমধ্যে তিনি লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের মির্জারকোট মডেল মসজিদ এলাকার  সামনে আসলে মোটরসাইকেলটিকে  বুড়িমারী  থেকে ছেড়ে আসা  লালমনিরহাটগামী একটি ট্রাক পিছন থেকে

ধাক্কা দেয় । এ সময় সোহেল রানা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনায় একজন মৃত্যুর খবর শুনেছি। এটি হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় খোঁজ-খবর রাখছেন।,

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন  যোগাযোগ করা হলে তিনি জানান, একটু পরে এ বিষয়ে জানাতে পারব।,

এ বিষয়ে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল   ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেল রানার 

নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।,

Leave a Reply