নিজস্ব প্রতিবেদক।।বার্ষিক ক্রিয়া পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব পরিমল সিংহ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ভিটাক। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মকর্তা ও শ্রমিক বৃন্দ।
সভাপতি জনাব মোঃ সবুজ মিয়া ভিটাক ঢাকা কর্মচারী ইউনিয়ন,জনাব পরিমল সিংহ মহাপরিচালক (অতিরিক্ত সচিব বক্তব্যে বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান, এবং উনি আরো বলেন প্রত্যেকটা মানুষের দেশের প্রতি ভালবাসা থাকতে হবে ও হৃদয়ে দেশপ্রেম থাকতে হবে, বক্তব্য শেষে বিভিন্ন খেলাধুলায় পুরস্কার বিতরণী করেন ।