নিজস্ব প্রতিবেদক।। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে হৃদয়ে পতাকা ২ মার্চের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শাহানা সুলতানা।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মন্জুর হোসেন ঈসা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও সমাজসেবক প্রফেসর ড.শহীদুল্লাহ আনসারী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরোয়ার ওয়াদুদ চৌধুরী, হাবিবুর রহমান,ডক্টর ইন্জিনিয়ার রফিকুল ইসলাম, অলিদ সিদ্দিকী তালুকদার, স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিয়া।অনুস্ঠানের পরিশেষে, কবিতা আবৃত্তি করেন লাবন্য সিমা।