শিরোনাম
সুষ্ঠু নির্বাচনে ইসিকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান ঢাকার উন্নয়নে ‘মৌলিক পরিবর্তন’ জরুরি: পরিবেশ উপদেষ্টা প্লট বরাদ্দে অনিয়ম, শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলার রায় ২৭ নভেম্বর কুমিল্লায় পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি, গাড়ি ভাঙচুর, আহত ৩, গ্রেফতার ১১ নদীর বালুতে খনিজ সম্পদ মূল্যবান পাথর আবিষ্কার গবেষনা করছেন : নাজমল হুদা বাবার বিরুদ্ধে অপপ্রচারে মির্জা ফখরুল কণ্যা শামারুহ মির্জার স্ট্যাটাস বরিশালে ৩৫ সাংবাদিক সংগঠনের সাথে রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভা ধীরে ধীরে সরে যাচ্ছে প্লেট, ঝুঁকি বাড়ছে : ভূমিকম্প বিশেষজ্ঞ পদ ফিরে ফেলেন বিএনপির ১০ নেতা বাংলাদেশ-ভুটান দুটি সমঝোতা স্মারক সই

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে গেলে রূপগঞ্জে তিতাসের ডিজিএমের উপড় হামলা

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক ।।অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে গিয়ে সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন। এছাড়া হামলায় ওই অফিসের একজন কর্মচারী, সংযোগ বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানি এই তথ্য জানায়।

তিতাস জানায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে অবহিত করে ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নেতৃত্বে বুধবার মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন এবং প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়।

মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিত তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে। হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়াও ওই অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হন।

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন জানান,সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় নাকের হাড় ফ্রাকচার হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

Leave a Reply