নিজস্ব প্রতিবেদক।। আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার( বেলা ৩ টায়) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন হৃদয়ে পতাকা ২ মার্চ এর ১ যুগে পদার্পণে, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব। সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর আলম সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের গুনীজন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সংগঠনের সভাপতি লেখক ও কবি শাহানা সুলতানা। সঞ্চালনা করবেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের নেতৃবৃন্দসহ সবাইকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।